Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

                                         ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়

            চকরিয়া, কক্সবাজার

‘‘ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের/২২ইং মাসের জরুরী সভার কার্যবিবরণী’’

সভাপতিঃ জনাব এস এম মইন উদ্দিন আহমদ চৌধুরী, চেয়ারম্যান, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ, চকরিয়া।

সভার স্থানঃ ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, চকরিয়া, কক্সবাজার।

সভার তারিখঃ ০১/০৬/২০২২ইং সময়ঃ সকাল ১০.০০ ঘটিকা।

সভায় উপস্থিত সদস্য বৃন্দ নিমণরূপঃ

ক্র:নং

সদস্যদের নাম ও পদবী

স্বাক্ষর

০১

জনাবা জোসনা আক্তার, এম.ইউ.পি

স্বাক্ষরিত/-

০২

জনাবা নুরুন্নাহার বেগম মুন্নি ,এম.ইউ.পি

’’

০৩

জনাবা ইয়াছমিন জন্নাত মেরি, এম.ইউ.পি

’’

০৪

জনাব  আজমগীর মুছা, এম.ইউ.পি

’’

০৫

জনাব মোহাম্মদ হাসেম, এম.ইউ.পি

’’

০৬

জনাব  মহিব উল্লাহ, এম.ইউ.পি

’’

০৭

জনাব রেজাউল করিম, এম.ইউ.পি

’’

০৮

জনাব আজিজুল হক বাহাদুর, এম.ইউ.পি

’’

০৯

জনাব আতিকুর রহমান, এম.ইউ.পি

’’

১০

জনাব আব্দুল হামিদ, এম.ইউ.পি

’’

১১

জনাব  মোঃ ইদ্রিছ, এম.ইউ.পি

’’

১২

জনাব জহির উদ্দিন, এম.ইউ.পি

’’

            পবিত্র কোরআন তেলাওয়াতের পর পরিষদের চেয়ারম্যান মহোদয় সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম যথা সময়ে আরম্ভ করেন। সচিব সভার উপস্থিত সবাইকে বিগত সভার কার্য পাঠ করে শোনানোর পর তা সর্ব সম্মকি ক্রমে পাশ ও অনুমোদিত হয়।

            আলোচ্য বিষয়ঃ- ক) গ্রাম আদালত  সহকারী অস্থায়ী  নিয়োগ প্রসঙ্গে।

 বিগত জুলাই ২০২১ইং সাল হইতে নভেম্বর/২০২২ইং পর্যমত্ম বস্নাস্ট কর্তৃক পরিচালিত ‘‘অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ’’ প্রকল্পের অধীনে প্রাম আদালত সহকারী নিয়োগ করায় অত্র ইউনিয়নে সুন্দর ও সঠিকভাবে গ্রাম আদালত আইন মোতাবেক পরিচালিত হয়ে এসেছিল। কিন্তুু তাহাদের প্রকল্পের মেয়াদ নভেম্বর/১৫ ইং তারিখে শেষ হওয়াই তাদের  নিয়োগকৃত কর্মী না থাকায় অত্র ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। বিধায় আলোচ্য সভায় উপস্থিত সকল সদস্যদের উপস্থিতিতে অত্র ইউনিয়নে সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব আলহাজ এমডি সাকের উলস্নাহ অস্থায়ী ভিত্তিতে একজন আদালত সহকারী নিয়োগ করার জন্য প্রসত্মাব করে বলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের পক্ষ থেকে গ্রাম আদালত পরিচালনায় শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে সম্মানা পুরম্নষ্কার প্রাপ্ত হয়। অত্র পরিষদে প্রচুর কাজের চাপ থাকায় একজন সচিবের পক্ষে গ্রাম আদালত ও অফিসের কাজ করা সম্ভব হবে না। তাই জনগনকে বিচারিক সুষ্ট ও সঠিক সেবা প্রদানের জন্য একজন আদালত সহকারী নিয়োগ করা খুবই প্রয়োজন বলে মনে হয়।

            সভাপতি সাহেব উপরোক্ত আলোচনার উপর দীর্ঘ সময় আলোচনা করার পর আগামী ডিসেম্বর/২২ইং অর্থ্যাৎ ০১/১২/২০২২ইং তারিখ হইতে অত্র ইউনিয়ন পরিষদে অস্থায়ী ভিত্তিতে গ্রাম আদালতে আদালত সহকারী নিয়োগের বিষয়টি সর্বসম্মতিক্রমে পাশ ও অনুমোদিত হয়।