গ্রাম আদালত একটি স্থায়ী আদালত। গ্রাম আদালতে চেয়ারম্যান হচ্ছেন প্রধান এবং সংশ্লিষ্ঠ ইউপি সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ মিলে সর্ব মোট ৫ (পাঁচ) জন সদস্য বিশিষ্ঠ একটা দল গঠিত হয়। পূর্ববতী মামলার ৩৯টি রায় প্রদান করা হয়েছে। আরো ১০টি মামলা বর্তমানে বিচারধীন আছে।