চকরিয়া উপজেলার অন্তগত পর্যটন নগরীর কক্সবাজারের অত্যন্ত সস্ভাবনাময় নান্দনিক ইউনিয়ন ঢেমুশিয়ায় চিংড়ি, লবণ নিয়ে প্রসিদ্ধ। যদি এখানে কোন অতিথি আসে তা হলে লবণের মাঠ, চংডি মাছের পদ্ধতি কিভাবে করা হয় তা উপলব্ধি করবে এবং দর্শানর্থীতা সেগুলো ঘুরে ফিরে দেখবে আর লবণের হাওয়া থেয়ে মনোমুগ্ধ হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস